সাতক্ষীরা কোর্টের আইনজীবী সহকারী শাহীন কবির আর নেই
মেহেদী হাসান শিমুল: দেশের বৃহত্তম আইনজীবী সহকারী সমিতির সদস্য হাস্যোজ্জ্বল আইনজীবী সহকারী মোঃ শাহিন কবির(৪৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শনিবার (২ নভেম্বর) দুপুর ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন, সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি , সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোঃ শাহিন কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোস্ট এলাকার মৃত শহিদুল ইসলাম এর বড় ছেলে ও তিনি জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী জহুরুল হকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
মোঃ শাহিন কবির বর্ণাঢ্য জীবনে স্ত্রীর,২ ছেলে
৪ ভাই, ২ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় ও সাতক্ষীরা আদালত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
রাত আটটার সময় তার নিজ বাড়ি সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে এসময় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য ও আইনজীবী সহকারী সমিতি সদস্য সহ বিভিন্ন এলাকায় শত শত মানুষ জানালায় অংশগ্রহণ করেন।