তালা প্রসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, তালা : তালা প্রেসক্লাবে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে প্রেসক্লাব হল রুমে আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম হায়দারের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক গাজী সুলতান আহম্মেদ, এম এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান, শফিকুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান টিপু, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, আরিফুর হক ভুলু , আছাদুজ্জামান রাজু, জি এম খলিলুর রহমান লিথু, কে এম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাসান, মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু, এম খায়রুল আলম, মোঃ তরিকুল ইসলাম, সুমন রায় গণেশ, কাজী ইমরান হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এস এম মোতহিরুল হক।
আলোচনা সভায় সাংবাদিকরা বলেন, তালা প্রেসক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ জানান একই সাথে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভায় সকল সদস্যের সম্মতিতে ১০ জন সাংবাদিককে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।