তালার কুমিরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম এ মান্নান, তালা: তালা উপজেলার কুমিরায় আট দলীয় নক আউট ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কুমিরা হাইস্কুল মাঠে বন্ধু মহলের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে নির্ধারণ হয় জয়পরাজয়। ট্রাইব্রেকারে তালা সৈকত ফুটবল একাডেমী তিন ও অভয়নগর সাকার ক্লাব ফুটবল একাদশ চারটি গোল দিয়ে জয় নিশ্চিত করে।
চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় জেলা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।