তালায় দাদীকে জবাই করে হত্যা করলো পৌত্র!
বিশেষ প্রতিনিধি, তালা: তালায় দাদী সখিনা খাতুন (৭০) কে জবাই করে হত্যা করেছে এক নেশাগ্রস্থ পৌত্র (পোতা)। সখিনা খাতুন তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী।
আর হত্যাকারী মশিয়ার রহমান জোয়ার্দারের পুত্র নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার (২৩)। সে স্থানীয় শালিখা কলেজে ডিগ্রীতে অধ্যয়নরত বলে জানা গেছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে উক্ত ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ ও হত্যাকারীকে থানায় নিয়ে আসে।
নিহতের ননদ নুর জাহান জানায়, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে দাদীর সাথে ঝগড়া করে নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদী সখিনা খাতুনকে জবাই করে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় সখিনা খাতুন।
বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
তালা থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে।