কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিগঞ্জ ব্যুরো; কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার শুইলপুরের বালু ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৯) এর বালি গাদায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
এ সময়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক বালু ব্যবসায়ী হাবিবুর রহমানকে ভ্রাম্যমান আদালতে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি উপজেলার ব্রজপাটুলী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
এছাড়া গত সপ্তাহে একই এলাকায় অপর একটি বালু মহলে ভ্রাম্যমান আদালত বালু গাদার মালিকের হদিস না পাওয়ায় নিলামে বালু বিক্রয় করা হয়।
Post Views: 17