কলারোয়া

কলারোয়ায় ৩ দিনের বিউটি কেয়ার কোর্সের সমাপনী

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় “সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক এসেট প্রকল্পের আওতায় বিউটি-কেয়ার কোর্সের লেভেল-২ এর আরপিএল প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা জেলার কলারোয়ায় অবস্থিত সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর বিউটি-কেয়ার প্রশিক্ষণ কেন্দ্রে ২৪ অক্টোবর হতে ২৬ অক্টোবর ৩ দিন ব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এসেট প্রকল্পের আওতায় বিউটি-কেয়ার অকুপেশনের লেভেল-২ এর আরপিএল প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বিউটিফিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ ২০ জন প্রশিক্ষনার্থী উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ কারী প্রত্যেকেই লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে।

সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি শাকিলা ইয়াসমিন মেরি’র তত্ত্বাবধানে পরিচালিত উক্ত আরপিএল প্রোগ্রামে এনএসডিএ প্রতিনিধি হিসেবে প্রোগ্রাম পরিদর্শন করেন অ্যাসেসমেন্ট শাখার পরিচালক জনাব মো. হুমায়ূন কবির (উপসচিব), কারিগরি অধিদপ্তর এর মনিটরিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন এসেট প্রকল্পের সংযুক্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আহাদুজ্জামান পারভেজ এবং অ্যাসেসর হিসেবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা পরিচালনা করেন রোখসানা পারভীন ও আঞ্জুমান আরা।

কোর্স সমন্বয়ক ও সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কাদের শিমুল জানান – সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারী, শিশু ও প্রতিবন্ধীদের অধিকার রক্ষণ, স্বাস্থ্যসেবা, সামাজিক অবস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করে আসছে এবং তাদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালে এনএসডিএ কর্তৃক নিবন্ধিত হয়ে সেলাই মেশিন অপারেশন ও বিউটি কেয়ার এর উপর আরপিএল সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান– আমাদের সংস্থার সভাপতি জনাব শাকিলা ইয়াসমিন মেরীর নেতৃত্বে এবং পরিচালক হাফিজুর রহমান সুজনের নির্দেশনায় তরুণ এবং শিক্ষিত বেকারদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে আমাদের সংস্থা কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মত প্রশিক্ষণ প্রদানের কাজ করছে যেগুলো চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *