সাতক্ষীরার ব্রহ্মরাজপুর বাজারের নির্বাচন সম্পন্ন করতে আহবায়ক কমিটির জরুরি সভা
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুর বাজার বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন করতে আহবায়ক কমিটির জরুরি সভা ২২ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
আহবায়ক কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও মোঃ শাহাদাৎ হোসেন বাবু, সাবেক ইউপি সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: খুরশিদ আলম, মোঃ জাকির হোসেন আফিল,মাও: মো: আব্দুস সবুর, মো: আনোয়ারুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী সুবীর কুমার সাহা,নিখিল কুমার আঢ্য,দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, সাংবাদিক ও শিক্ষক মোঃ মুকুল হোসেনসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে ব্রহ্মরাজপুর বণিক সমিতি নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।