জীবনযাপনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরায় এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে এডভোকেসি ও পরিকল্পনা সভা

২৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরার আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা: মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ২৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণি ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।

০১ ডোজ এইচপিভি টিকা পেতে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্ম সনদের তথ্য দিয়ে নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *