রাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় দুই নারী আইনজীবীর মনোনয়নপত্র বাতিল: বিজয়ের পথে এড. শিখা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩৩জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে সহ-সম্পাদক (মহিলা) পদপ্রর্থী ২ জন নারী আইনজীবীর। ফলে ওই পদে মাত্র ১জন নারী আইনজীবী প্রার্থী থাকার কারণে তিনি অনেকটা জয়ের পথেই হাটছেন। কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এমনটাই আশা করছেন ভোটার আইনজীবীগণ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২১নভেম্বর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ৫৫২জন ভোটার আইনজীবীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার ছিল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের নির্ধারিত দিন। ওইদিন কমিশন ৩৫জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই বাছাই পূর্বক ৩৩প্রার্থীর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকার প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. শেখ আব্দুস সাত্তার (১) ও এড. এম, শাহ আলম। সহ- সভাপতি পদে এড. এম আবু বকর, এড. খগেন্দ্র নাথ ঘোষ, এড. মোঃ মহিতুল ইসলাম ও এড. এস এম মোশারফ হোসেন সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে এড. মোঃ আকবর আলী, এড. মোল্যা মো. আব্দুস সোবহান (মুকুল), এড. শেখ এমদাদুল ইসলাম, এড. মো. ওসমান গনি, এড. মো. তোজাম্মেল হোসেন (তোজাম) ও এড. আ, ক ম রেজওয়ান উল্লাহ (সবুজ)। যুগ্ম-সম্পাদক পদে এড. মো. কামরুজ্জামান (ভুট্টো), এড. মো. নূরুল আমিন ও এড. মোঃ হাফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে এড. মো. ইউনুস আলী (২), এড. মো. জহুরুল হক, এড. মো. রফিকুল ইসলাম (৩) ও এড. সিরাজুল ইসলাম (৫)। সহ-সম্পাদক (লাইব্রেরী) পদে এড. মিজানুর রহমান বাপ্পী ও এড. আ, ক, ম শামসুদ্দোহা (খোকন)। সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে এড. মো. আব্দুল জলিল (৩), এড. মো. শহিদুল ইসলাম (১) ও এড. মো. সাহেদুজ্জামান (সাহেদ)। সহ-সম্পাদিকা (মহিলা বিষয়ক) পদে এড. সুলতানা পারভীন (শিখা) এবং সদস্য পদে এড. মো. আসাদুর রহমান (বাবু), এড. আবু তালেব, এড. মো. আব্দুর রাশেদ, এড. শেখ রাশীদুজ্জামান (সুমন), এড. মোছা. লুৎফুন নেছা (রুবি), এড. মো. শামীম জাহান (রুবেল), এড. মো. সাইদুজ্জামান (জিকো) ও এড. সুনীল কুমার ঘোষ।

এছাড়া সহ-সম্পাদিকা (মহিলা বিষয়ক) পদে এড. মোছা. ফারজানা ইয়াসমিন (লিমা) ও এড. মোছা. উম্মে হাবিবা (রুপা) এর মনোনয়পত্র যাচাই-বাছাই পূর্বক উভয়ের প্রাকটিসের বয়স সীমা গঠতন্ত্র অনুযায়ী ১০বছর পূর্ণ না হওয়ায় দাখিলকৃত মনোনয়নপত্র দুটি বাতিল করেন নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *