সদরসাতক্ষীরা জেলা

সনাক সাতক্ষীরার এসিজি’র উদ্যোগে অ্যাডভোকেসি মিটিং ও কমিউনিটি অ্যাকশন মিটিং

প্রেস বিজ্ঞপ্তি: সনাক-টিআইবি’র সহায়তায় ‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কর্তৃক সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিস এর সেবার সার্বিক মানোন্নয়নে ‘ভূমি কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি মিটিং’ এবং সদর হাসপাতাল এর সেবার মানোন্নয়নে ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিস এ সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘অ্যাডভোকেসি মিটিং’ এ স্বাগত বক্তব্য রাখেন এসিজি সমন্বয়ক এসএম বিপ্লব হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. তৈয়েব হাসান সামসুজ্জামান, সনাক সহসভাপতি ভারতেশ^রী বিশ^াস, এসিজি সদস্য সানজিদা ওয়াহিদ, সেলিম হোসেন প্রমূখ। সভায় ভূমি অফিস এর সেবার মান বৃদ্ধি করার জন্য তথ্য ও পরামর্শ ডেস্ক এ নির্দেশনা চিহ্ন ব্যবহার করা; দালালের দৌরাত্ম্য কমিয়ে আনা; শাখরা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের দলিল পেতে দীর্ঘসূত্রিতা দূর করা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি আরো কার্যকর করা; নারী ও প্রতিবন্ধী বান্ধব সেবা নিশ্চিত করা; সেবাগ্রহীতাদের সচেতনতার জন্য সেবাগ্রহীতাদেও নিয়ে গণশুনানি ও মতবিনিময় সভার আয়োজন করা ইত্যাদি নিয়ে আলোচনা, পরিকল্পনা ও কর্ম-কৌশল নির্ধারণ করা হয়।

বিকাল ৪টায় এসিজি সমন্বয়ক মো. মামুনার রশীদ এর সভাপতিত্বে এবং এসিজি সদস্য মো. মনিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ এ বক্তব্য রাখেন ইয়েস দলনেতা মুশফিকুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন রসুলপর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ, সনাক সদস্য মো. আবুল বাসার, সহসভাপতি ইয়াছিন ছিদ্দীকী, এসিজি সদস্য সাইফুল ইসলাম, সেবাগ্রহিতা জাহাঙ্গীর আলম, জবা, রমেছা খাতুন, ফাতেমা বেগম, আমেনা খাতুন, বিলকিছ বেগম প্রমূখ।

সভায় এসিজিকর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালে ‘কমিউনিটি মনিটরিং’ এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সমস্যা, যেমন- হাসপাতালে পরিষ্কার- পরিচ্ছন্নতার অভাব; সময়মত ডাক্তার না পাওয়া এবং যথাযথ সেবা না পাওয়া; হাসপাতালের বহিঃবিভাগ থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া; টিকিট ও ওষুধ কাউন্টার ও ডাক্তার রোগী দেখার সময়ে সঠিক সিরিয়াল এবং নারী ও পুরুষের আলাদা লাইন না মানা; দালালের দ্বারা রোগী প্রতারিত হওয়া। এছাড়াও সেবাগ্রহহিতাগণ হাসপাতালের আরো কিছু নতুন সমস্যার কথা সভায় তুলে ধরেন এবং সেগুলো হলো-সেবা নিতে গিয়ে অনৈতিকভাবে টাকা দাবী; পরীক্ষার জন্য বাহিরের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো ইত্যাদি। সমস্যাসমূহ সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *