নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আইন প্রচারণা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের আড়ুয়াখালী পায়রাডাংগা মুজিদিয়া দাখিল মাদ্রাসায় নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর ) দুপুর ১২টায় মাদ্রাসার সুপার মো. আবু তাহের-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন।
মুখ্য আলোচক হিসেবে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ সম্পর্কে প্রাথমিক ধারণা ও দুর্নীতি বিরোধী বক্তব্য রাখেন জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।
শিশু সুরক্ষা ও উন্নত জীবন গড়তে শিক্ষক ও শিক্ষার্থীদের করনীয়র বিষয়ে বক্তব্য রাখেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সোহেল মাহমুদ।
আলোচনা শেষে অংশগ্রহণকারী ৪০ শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবামূলক লিফলেট বিতরণ, আলোচিত আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থী হাসান, মুনিয়া, তামিম, আফরিন, ইতি, সাহাদ, জহির, রুমা ও শিক্ষক মোস্তাফিজুর রহমানকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক অগ্রগতি সংস্থার প্রোগ্রামার মো. আলমগীর হোসেন।