কালিগঞ্জের তারালীতে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ একই পরিবারের ৭জন আহত
স্টাফ রিপোর্টার: মৎস্য ঘেরে মাছ চুরির প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ একই পরিবারের ৭জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২১অক্টোবর সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামে। আহত শেখ সাইফুল ইসলামের স্ত্রী জেসমিন নাহার জানান, ২০ অক্টোবর রাতে আমার স্বামীর মৎস্যঘেরে পশ্চিম পাইকাড়া এলাকার জহুরুলের ২পুত্র আরিফ ও তারিকুলের নেতৃত্বে কাজলা এলাকার নুরুজ্জামানের পুত্র আনার, সুন্দরখালী এলাকার জোহর আলী গাজীর পুত্র জসিম ও সালাম, মুশিবার সানার পুত্র হেলাল সানাসহ কয়েকজন গভীর রাতে আমাদের মৎস্য ঘেরে থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার সময় আমার ভাসুর বাক্ শ্রবণ প্রতিবন্ধী শেখ শহিদুল ইসলাম দেখে ফেলে।
বিষয়টি এলাকায় ও পরিবারে জানাজানি হলে আমাদের বসত বাড়িতে এসে তারা হামলা করে। হামলায় আমাদের পরিবারের ৭জন আহত হয়েছি। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।