অপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী দোলন ও তার তিন সহযোগী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:: সাতক্ষীরায় অস্ত্রগুলিসহ সাতক্ষীরার চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের হস্তান্তর করে সেনাবাহিনী।

এরআগে, সোমবার (২১ অক্টোবর) ভোররাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি বসতবাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল এলাকার মৃত নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন(৪৪), একই এলাকার মৃত আব্দুর সবুর সরদারের ছেলে আবির মন্ডল প্রিয়(২২), শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের মৃত. মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস(২২), একই এলাকার মৃত স্বপন রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (৩৭)।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মোঃ আশরাফুল হক দোলন সহ তার তিন সহযোগী খুলনায় অবস্থান করছে। তারা আগস্টে সাতক্ষীরা সদর এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগ কার্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

তাছাড়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগ, জেলার প্রথম সারির পত্রিকা ‘দৈনিক কালের চিত্র অফিস লুটপাট ও পেট্রোল ঢেলে দিয়ে অগ্নিসংযোগ, ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর, এসপি’র সরকারী বাসভবন ভাংচুর ও পাথর নিক্ষেপ এবং সাতক্ষীরা সদর থানা ভাংচুর, লুটকরা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত সন্ত্রাসী দলকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৮টি এ্যামোনিশন, দুইটি চাইনিজ কুড়াল, একটি পাসপোর্ট, দুইটি চেক বই, ৮টি স্মার্ট ফোন, দুইটি এনালগ ফোন, ১’শ গ্রাম গাঁজা, দেশীয় মদ এক বোতলসহ নগদ ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়ার মাধ্যমে আটককৃতদের সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *