সাতক্ষীরা সদরের ধুলিহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান আর নেই
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান ২০ অক্টোবর রবিবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় কিডনি ড্যামেজ ও হার্ডএটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। সদাহাস্যোজ্বল, সদালাপী ও সকলের প্রিয় আশরাফুজ্জামান ভালুকা চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের বড়পুত্র। মৃত আব্দুর রউফ সরদারের দুই ছেলে এবং দুই কন্যার মধ্যে তিনি ছিলেন সবার বড়।
তিনি ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে অত্যন্ত সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি তার মা, একপুত্র, পুত্রবধূ দুইপৌত্র, ভাই দুই বোনসহ ভাতিজা ভাতিজিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ভালুকা চাঁদপুরসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাযা নামাজ আজ সোমবার (২১ অক্টোবর ) বাদ জোহর ভালুকা চাঁদ পুর গ্রামের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানিয়েছেন।