আইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১১ পদের বিপরীতে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

ফিরোজ হোসেন: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। রবিবার ২১ (অক্টোবর) দুপুর একটা হতে বেলা ৩ টা পর্যন্ত সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনরদের নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী ১১ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, এড. আব্দুস সাত্তার, অ্যাডভোকেট এম শাহ আলম সহ-সভাপতি পদে এড. এম আবু বকর, এড. মো. মহিতুল ইসলাম, এড. এস এম মোশাররফ হোসেন সিদ্দিকী, এড. খগেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক পদে
এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল, এড. শেখ এমদাদুল ইসলাম, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. আকবর আলী, এড. ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মো. হাফিজুর রহমান, এড. মো. কামরুজ্জামান ভূট্টো, এড. নুরুল আমিন, মহিলা সম্পাদিকা পদে এড. মোছা. ফারজানা ইয়াসমিন লিমা, এড. মোছাঃ উম্মে হাবিবা রুপা, এড. সুলতানা পারভীন শিখা, কোষাধ্যক্ষ পদে এড. মো. ইউনুস আলী (২), এড. মো. জহুরুল হক, এড. মো. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), লাইব্রেরী সম্পাদক পদে এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, এড. মো. মিজানুর রহমান বাপ্পী, ক্রীড়া সম্পাদক পদে এড. মো. শহিদুল ইসলাম (১), এড. মো. আব্দুল জলিল (৩), এড. মো. শাহিদুজ্জামান শাহেদ, কার্যকরী সদস্য পদে এডভোকেট আবু তালেব, মোঃ আব্দুর রাশেদ, অ্যাডভোকেট শেখ রাশেদুজ্জামান সুমন, এড. শামীম জাহান রুবেল,এড. আসাদুর রহমান বাবু, এড. সুনীল কুমার ঘোষ,
এড. মো. সাইদুজ্জামান জিকু, এড. লুৎফুন্নেছা রুবি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, আগামী ২১নভেম্বর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৫৫২জন ভোটার আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড. শফিকুল ইসলাম খোকন ও এড. খায়রুল বদিউজ্জামান , এড. এস এম মশিয়ার রহমান, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, এড. তারোক কুমার মিত্র, এড. আনিসুর কাদির ময়না, এড. ফেরদৌসী আরা লুসি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *