সাতক্ষীরার চারশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে আলোচনাসভা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার চারশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: বাবলু হাসান।
বক্তব্য রাখেন, জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের উপদেষ্টা শওকত আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলিম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সাহিদা আক্তার ময়না, শ্রী রামপ্রসাদসহ অন্যরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী। পরে মেলার অনুমোদনের পক্ষে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।
আলোচনাসভায় বক্তারা বলেন, গুড় পুকুর মেলা দীর্ঘ ৪শ বছর ধরে সাতক্ষীরায় চলে আসছে। বহু মানুষ মেলার জন্য মুখিয়ে থাকেন। শত শত মানুষের কর্মসংস্থান হয় মেলা থেকে। সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি প্রতি বছর স্বগৌরবে মেলাটি হোক। কিন্তু মেলার অনুমতি না পাওয়ায় আমরা হতাশ হয়েছি। মেলাটির অনুমোদনের জন্য সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।