সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বেলা আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক ও ভোক্তা অধ্যাপক মোজাম্মেল হোসেন, হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শাহ আলম, সুলতানপুর বড় বাজার মুদি দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির সাহা, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ওলি উল্লাহ, কাঁচামাল সমিতির সভাপতি রওশন আলী, মুরগি বাজার ব্যবসায়ী ইব্রাহিম গাজী, জেলা গ্যাস ডিস্ট্রিবিউশন সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশি প্রমুখ।
সেমিনারে জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ বলেন, সারাদেশে বন্যার প্রাদুর্ভাবে কৃষি পণ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সবজির উৎপাদন ব্যহত হচ্ছে। রাখি পণ্যের উপর চাহিদা বেড়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগ পাচ্ছে। এলপিজি গ্যাস সরবারহের সিন্ডিকেট মুক্ত করতে পারলে সরকার নির্ধারিত দামে বিক্রয় সম্ভব। আমদানির উপর নির্ভর পণ্যের গুণগত মান ও সময়ের উপর দামের কম বেশি হয়।
সেমিনারে ব্যবসায়ীরা জানান, বড় বাজার থেকে বছরে প্রায় ৫৫ লক্ষ টাকা ইজারা টোল দেওয়া হলেও বাজারের উন্নয়নে দৃশ্যমান কোন কাজ করা হয় না।
ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বাজারের অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন। সভায় জেলা পর্যায়ের সরকারি দপ্তর কর্মকর্তা, ক্যাব সদস্য, ব্যবসায়ী, ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।