সাতক্ষীরার হিজলদী সীমান্ত থেকে আড়াই কেজি ভারতীয় গাজাসহ আটক- ০১
স্টাফ রিপোর্টার: কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে আড়াই কেজি ভারতীয় গাজাসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত মাদক কারবারীর নাম মোঃ রুহুল আমিন (৫২)। সে কলারোয়া উপজেলার বাড়ালী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আড়াই কেজি গাজাসহ তাকে আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যনন্তরে বড়ালী পশ্চিম পাড়া থেকে হিজলদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মাদক কারবারীর মোঃ রুহুল আমিনকে ২.৫৫০ কেজি গাজাসহ আটক করে।
বিজিবি অধিনায়ক আরো বলেন, আসামী মোঃ রুহুল আমিনের নামে কলারোয়া থানায় ২০২১ সালের ০১টি মাদক মামলা রয়েছে। আটককৃত গাজাসহ ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।