অনলাইনঅপরাধআইন আদালতকলারোয়াসাতক্ষীরা জেলা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির হাতে যুবক আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কাকডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রত্যাগমনকালে বিজিবির হাতে আটক হয়েছেন এক যুবক।

আটক হওয়া যুবকের নাম মোঃ আব্দুল্লাহ বিশ্বাস(২১)। সে খুলনা জেলার ফুলতলা থানার আলফা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কাকডাঙ্গা বিওপির সুবেদার নাসির উদ্দিন এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।

তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালী নামক স্থান থেকে বিজিবি সদস্যরা আব্দুল্লাহ বিশ্বাসকে আটক করে। আটকের সময় তার কাছে ০১টি মোবাইল সেট (Redmi-10 Power) পাওয়া যায়।

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে আটককৃত আব্দুল্লাহ বিশ্বাসকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *