অপরাধআইন আদালতআশাশুনিতালাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার তিন উপজেলায় তিন শিশুর বাল্যবিবাহ প্রতিরোধ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পুলিশের সহায়তায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর তালার ধানদিয়া, সদরের পৌর ৬নং ওয়ার্ড ও আশাশুনির সদর ইউনিয়নে ১টা‌ করে মোট ৩টি শিশুর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

শুক্রবার সকালে থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধ্যায় এ বাল্যবিবাহ ৩টি রোধ করা হয়।

সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা বলেন, শুক্রবার বেলা ১১ টায় তালা উপজেলা ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গ্রামের মিলন বৈরাগী ১৭ বছরের কিশোরী কন্যা সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণির ছাত্রীকে পার্শ্ববর্তী যশোর জেলার ঝিকরগাছা উপজেলা গদখালী এলাকার সুশীল সরকারের ছেলে রিপন সরকারের সাথে বিবাহ ঠিক করে।

অন্যদিকে আশাশুনি উপজেলার পারবাউশুলি-শ্রীকলা গ্রামের শেখ আনিসুর রহমানের ১৪ বছরের শিশু কন্যা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীকে শুক্রবার দুপুরে ছোট পরিসরে বিবাহের আয়োজনে এক‌ই সময়ে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বাঁকাল গ্রামের নূর ইসলামের ১৫ বছরের কিশোরী কন্যা মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রীর বিবাহে বেশ আড়ম্বরপূর্ণ আয়োজন করে।

এসকল বিষয়ে সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসনে জানানো হলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের‌ নির্দেশনায় তারা সহকর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হন পুলিশ বাহিনীর সহায়তায়।

সদরের পৌর বাঁকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে মুচলেকা দেয় কন্যার পিতা, তালা ও আশাশুনিতেও কন্যাদ্বয়ের পিতা মুচলেকা দেয় মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিনিধির কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *