অপরাধপাটকেলঘাটা

সাতক্ষীরায় যুব মৈত্রী নেতার বিরুদ্ধে ট্রলিভর্তি মাছ ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকা থেকে ২ ট্রলি মাছ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন যুব মৈত্রী নেতা জাহাঙ্গীর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার(১৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে বিনেরপোতা এলাকার আব্দুর রহমান কলেজের সামনে ওই ঘটনা ঘটে।

তালা উপজেলার নগরঘাটা এলাকার তারক মন্ডলের ছেলে মদন মন্ডল বলেন, ‘আমি ও আমার ভাই স্বপন মন্ডলসহ আরো একজন নগরঘাটা পশ্চিম বিল এলাকায় জমির মালিকদের কাছ থেকে ১৮০ বিঘা জমি লিজ নিয়ে ঘের করে মাছ চাষ করি। হঠাৎ ভাই মদন মন্ডল অসুস্থ হয়ে ভারতে গেলে আমিসহ সাবেক মেম্বর আব্দুল আলিম ও আরো একজন ঘেরটি পরিচালনা করছি। বুধবার সকালে জাল দিয়ে ঘের থেকে প্রায় ২৫ মন সাদা মাছ ও ১ মন বাগদা মাছ ধরে ট্রলিভরে বিনেরপোতা কাটায় নিয়ে আসছিলেন ট্রলি ড্রাইভার আলমগীর। বিনেরপোতা বেড়ীবাধ এলাকায় আসতে না আসতেই নগরঘাটা বাজপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নগরঘাটা মঠবাড়ী এলাকার সালাম সরদারের ছেলে আ.লীগ কর্মী সবুজ সরদার, আতিয়ার রহমানের ছেলে হায়দার শেখ ওরফে লাল, মৃত মোজাহার শেখের ছেলে শেখ সরোয়ার হোসেন, মফিজুলের ছেলে সীমান্তসহ অজ্ঞাত ৩/৪ জন ট্রলি ড্রাইভারের গতিরোধ করে মাছের ট্রলি ছিনতাই করে। পরবর্তীতে ট্রলিভর্তি মাছ বিনেরপোতা মাছের আড়তের মায়ের দোয়া ফিস এন্ড কমিশন এজেন্টে বিক্রি করে দেন।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জমিগুলো সব আমার নামে ডিড করা। এজন্য আমি মাছগুলো আটকে কাটায় বিক্রি করে দিয়েছি।’

পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি তবে এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *