এইচএসসি পাস করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান বাংলাদেশ নারী ফুটবল দলের আফিদা খন্দকার প্রান্তি
স্টাফ রিপোর্টার: এইচএসসি পাস করলেন সাতক্ষীরার কৃতি সন্তান নারী ফুটবলার আফিদা খন্দকার প্রান্তি। সাতক্ষীরার ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও মমতাজ খাতুন মিরা’র কনিষ্ঠ কন্যা নারী ফুটবলার আফিদা খন্দকার প্রান্তি ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষায় ঢাকা বোর্ডের আওতাধিন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে অংশ গ্রহণ করে জিপিএ ৪.৩৩ (এ) গ্রেডে কৃতিত্বের সাথে উত্তির্ণ হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক খেলাধূলার মধ্যে থেকেও লেখাপড়ায় আফিদা খন্দকার প্রান্তির ফলাফলে তার পিতা-মাতা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সন্তষ্ট প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ দল এখন কাঠমান্ডুতে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় রওনা হয়ে দুপুরের আগেই সেখানে পৌঁছায় নারী দল। ২৩ সদস্যের এই দলে ছিলেন চার জন এইচএসসি পরীক্ষার্থী। তার মধ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এইচএসসি পরীক্ষায় পাস করেছেন।