শ্যামনগরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ
সুলতান শাহাজান শ্যামনগর: শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রেসক্লাব আয়োজিত দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব কক্ষে লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার রিসার্চ সোসাইটি-লিডার্সের সহযোগিতায় ৪০জন সাংবাদিকের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার আব্দুস সামাদ, বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মধু ও দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস.এম বিপ্লব হোসেন প্রশিক্ষক হিসেবে অংশ নেন ।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাশ।
এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামালের সঞ্চালনায় বিকালে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।
বুনিয়াদি প্রশিক্ষণে মফস্বল সাংবাদিকতা, তথ্য সংগ্রহ, প্রতিনিধিদের সমস্যা, সংবাদকক্ষের সাথে যোগাযোগ, সাংবাদিকদের নীতি নৈতিকতা, সাংবাদপত্রে বাংলা ভাষার ব্যবহার, রিপোর্ট লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণ দেওয়া হয় ।