শ্যামনগর

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সুলতান শাহাজান, শ্যামনগর: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) ভামিয়া ও বনবিবিতলা ইয়ুথ টিম এবং সিসিআরসির আয়োজনে সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপকূলীয় এলাকার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বনবিবিতলা সিসিআরসির সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, বনবিবিতলা ইয়ুথ টিমের সভাপতি বেলাল হোসেন, ভামিয়া ইয়ুথ টিমের সভাপতি ইমাম হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই এলাকা দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। দুর্যোগ মোকাবিলা করেই এখানকার মানুষকে বেঁচে থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগেও আমরা কষ্ট পাই। কিছু মানুষের দায়িত্বহীন আচরণ অনেকের জন্য ভোগান্তি নিয়ে আসে। নদীর কূল ভরাট করা ও খাল আটকে জলাবদ্ধতা তৈরি করার মতো মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন বক্তারা।

আলোচনা শেষে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপন করা হয়।

এর আগে বনবিবিতলা ইয়ুথ টিমের সভাপতি বেলাল হোসেন ও ভামিয়া ইয়ুথ টিমের সভাপতি ইমাম হোসেনের নেতৃত্বে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বুড়িগোয়ালিনী ফরেস্ট বনবিবিতলা এলাকার একটি পুকুরে যুব ও কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *