কলারোয়ায় হাজী সম্মেলন ও হজ পুনর্মিলনী
এসএম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় হাজী সম্মেলন ও হজ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে ত্বহা হজ্ব কাফেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন ত্বহা হজ্ব কাফেলার চেয়ারম্যান মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা অধ্যাপক তৈয়েবুর রহমান।
কলারোয়া সরকারি কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, জালালাবাদ মহিলা মাদাসার সুপার আব্দুস সাত্তার, বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট রোকনুজ্জামানসহ বিভিন্ন এলাকার সম্মানিত হাজীগণ ও ওলামায়ে কেরামগণ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশকালে হাজীগণ তাদের পবিত্র হজ পালনের সময়কালের নানান স্মৃতিচারণ করেন।