ঝিকরগাছায় নগদ টাকা নিয়ে স্ত্রী উধাও… ফিরে পেতে থানায় অভিযোগ স্বামীর
হুমায়ন কবির মিরাজ, শার্শা: যশোরের ঝিকরগাছার শংকরপুরের স্বামীর বাড়ির নগদ ২১ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন ফরিদা খাতুন (৪২) নামের ৩ সন্তানের জননী।
এদিকে স্ত্রীকে ফিরে পেতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরি গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে গোলাম মোস্তফা।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, পাশ্ববর্তী কলারোয়া কেরালকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় গ্রামস্থ মৃত আব্দুল হামিদের বড় মেয়ে ফরিদা খাতুনের সাথে ঝিকরগাছা কুমরি গ্রামের গোলাম মোস্তফার ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুন বাড়িতে থাকা অবস্থায় ইচ্ছা মত চলাফেরা করতো। এতে বাধা প্রদান করতে গেলে গোলাম মোস্তফা ও তার স্ত্রী ফরিদা খাতুন ঝগড়া ও দন্দে জড়াত। এমন্তাস্থায় গত ৬ অক্টোবর ফরিদা খাতুন কাউকে কিছু না বলে বাসা থেকে নগত ২১ হাজার টাকাসহ তার ব্যবহৃত জামা কাপড় নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
এমন্তবস্থায় গোলাম মোস্তফা তার স্ত্রীকে খুজে ব্যার্থ হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য থাকার একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।