কলারোয়াধর্ম

কলারোয়া উপজেলা পূজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

এস এম ফারুক হোসেন , কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃ্ৃবৃন্দ জয়নগর সহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ শুক্রবার মহা অষ্টমী ও নবমীর সকাল থেকে বিভিন্ন মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা রক্ষা ও সৌহার্দ্য- সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গাপূজা উৎযাপনের বিভিন্ন দিক পর্যালোচনা করে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের নব গঠিত কমিটির আহবায়ক প্রকাশ চন্দ্র হালদার, সদস্য সচিব প্রদীপ ঘোষ জুনি, সদস্য মাস্টার প্রদীপ কুমার পাল, হরিকান্ত পাল, নিমাই কুমার দাস, রিতর রায়, রঞ্জিত কুমার সরকার, চয়ন কুমাে কুন্ডু, দীপ্ত কুমার সরকার, তরুন কুমার স্বর্নকার,পরিমল রায়, জিসি সোম, অমিত পাল সহ পরিষদের কর্মকর্তাবৃন্দ। জানা গেছে, শুক্রবার দিনব্যাপি জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা সার্বজনীন পূজা মন্ডপ, ধানদিয়া দাসপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, দক্ষিণ জয়নগর তরুণ সংঘ পূজা মন্ডপ, জয়নগর মাতৃমন্দির পূজা মন্ডপ জয়নগর মাঝের পাড়া সর্বজনীন পূজা মন্ডপ, জালালাবাদ ইউনিয়ন বৈদ্যপুর দাসপাড়া পূজা মন্ডপ, কয়লা ইউনিয়ন ঘোষপাড়া সর্বজনীন পূজা মন্দির, শ্রীপতিপুর দাসপাড়া পূজা মন্ডপ, দেয়াড়া ইউনিয়নের ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্ডপ,পাকুড়িয়া সার্বজনীন পূজা মন্ডপ,পাটুলিয়া সার্বজনীন পূজা মন্ডপ, পাটুলিয়া সনাতনী সর্বজনীন পূজা মন্ডপ , দেয়াড়ার ঘোষপাড়া রাধাগোবিন্দ মন্দির ও যুগীখালি ইউনিয়নের বামনখালী বিনোদ তলা সর্বজনীন পূজা মন্ডপসহ অন্যান্য পূজামন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে স্থানীয় পূজা কমিটিকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *