কলারোয়াখেলাধূলা

কলারোয়ায চারদলীয় ফুটবল টৃর্ণামেন্টে চ্যাম্পিয়ান “দুরন্ত তুলসীডাঙ্গা”

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায চারদলীয় ফুটবল টৃর্ণামেন্টে “দুরন্ত তুলসীডাঙ্গা” চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত মাস্টার হাবিবুল্লাহ ও বারিক সরদারের আয়োজোনে এ ফুটবল টৃর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুরন্ত তুলসীডাঙ্গা বনাম বন্ধু মহল ফুটবল একাদশ। খেলার নির্ধারিত উভয়ার্ধে নাঈম ১ টি করে গোল করায় দুরন্ত তুলসীডাঙ্গা চ্যাম্পিয়ান ও বন্ধু মহল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা টি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর আমির ডাঃ ইউনুস আলী বাবু, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহমাদ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, পেশাজীবি সংগঠনের সভাপতি মোঃ আঃ রকিব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ আজিজ, কলারোয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ,ফুটবল কোচ ও তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের কর্মকতা মাসউদুল ইসলাম মাসুদ, রিগ্যান, সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা টি উপভোগ করেন। টূর্নামেন্টের সেরা গোল কিপার নির্বাচিত হন দুরন্ত তুলসীডাঙ্গার গোলকিপার সোহাগ, ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুরন্ত তুলসীডাঙ্গার নাঈম ,ম্যান অব দ্যা টূর্নামেন্ট নির্বাচিত হন দুরন্ত তুলসীডাঙ্গার সোহেল।

খেলা টি পরিচালনা করেন সাজেদুল করিম তপু, সহকারী রেফারি ছিলেন ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম রফিক ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *