দেবহাটায় শারদীয় দূর্গা উৎসবে নারী অধিকারের বস্ত্র বিতরণ
সোহরাব সবুজ: হিন্দু ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গা উৎসবে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নতুন বস্ত্র বিতরণ হয়েছে।
এতে করে হিন্দু দরিদ্র পরিবাগুলোর মাঝে আনন্দ উৎসবের নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থা দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন হয়েছে।
গত ১০-১১ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার দুদিন ব্যাপী দেবহাটার ৫টি ইউনিয়নে দূর্গা উৎসব উপলক্ষে হতদরিদ্র হিন্দুদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও পরিচালক রফিকুল ইসলাম হাজীর নির্দেশনায় এবং সংস্থার সভাপতি আসমা পারবীন ও সম্পাদক লাকীর পরিচালনায় এ কর্মসূচী সম্পন্ন হয়।
নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলায় প্রায় ১৮৯০ জন নারী কর্মী স্বেচ্ছাশ্রমে এরকম বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারা সরকারি পৃষ্ঠপোষকতা বা প্রকল্পের অর্থ বরাদ্দ পেলে সংগঠনটির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীসহ বহু ক্ষেত্রে উন্নয়ন সম্ভব বলে মনে করেন স্থানীয় জনসাধারণ।