আশাশুনিতে গৃহবধুকে গলা কেটে হত্যা
স্টাফ রিপোর্টার: আশাশুনিতে কমলা বেগম নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে জেলার আশাশুনি উপজেলার দক্ষিণ দরগাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত কমলা বেগম (৫৫) উপজেলার দক্ষিণ দরগাহপুর গ্রামের মোবারাক গাজীর স্ত্রী।
মোবারক গাজীর ভাইপো বাবলু গাজী জানান, ভোরে তার চাচা ঘুম থেকে উঠে তার চাচীকে ডেকে দিয়ে তিনি মৎস্য ঘেরে চলে যান। তিনি সেখানে মাছ ধরা অবস্থায় বাড়ি থেকে খবর পান তার স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। এপর তিনি বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রীর মরদেহ রক্তাক্ত অবস্থায় বাড়ির অঙিনার শেষ প্রান্তে বিচলি গাদার পাশে পড়ে রয়েছে। স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যান। তিনি আরো জানান, তার চাচী কমলা বেগম শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ ইতিমধ্যে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রহস্য উদঘাটন শেষে এঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।