সদরসাতক্ষীরা জেলা

ভোমরা সিএন্ডএফ-এর নির্বাচনে ১৩ পদে ২৭ জনের মনোনয়নপত্র দাখিল

ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ভোমরা সিএন্ডএফ প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর সিএন্ডএফ-এর নির্বাচনে ২৮ জন সদস্যের নিকট মোট ৩৭টি মনোনয়নপত্র বিক্রয় হয়। সোমবার নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহকারীরা সকলেই উক্ত মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

প্রার্থীরা হলেন, সভাপতি পদে মো. হাবিবুর রহমান হাবিব ও মো. আবু হাসান। সহ-সভাপতির ২ পদে মোঃ রবিউল ইসলাম, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), কাজী ইমাম উদ্দীন ও মো. আব্দুল আহাদ।

সাধারণ সম্পাদক পদে মো. আবু মুছা, মো. অহিদুল ইসলাম ও এএসএম মাকছুদ খান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. গোলাম ফারুক বাবু ও বিলকিস সুলতানা সাথী।

সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. শরিফুজ্জামান (পরাগ) ও মো. নজরুল ইসলাম। কাস্টম্স বিষয়ক সম্পাদক পদে জি এম আমির হামজা ও মো. জাকির হোসেন মন্টু। বন্দর বিষয়ক সম্পাদক পদে মো. ইসরাইল গাজী ও মো. রিয়াজুল হক। অর্থ সম্পাদক পদে মুনসী রইছুল হক ও মো. আব্দুল গফুর সরদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৪ পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন এসএম লুৎফর রহমান, মো. আমিনুল হক আনু, মো. জাকির হোসেন, মো. মোস্তাফিজুর রহমান (নাসিম), মো. শাহানুর ইসলাম (শাহিন), মো. আশরাফুর ইসলাম, মো. মফিজুর রহমান এবং মো. আশরাফুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *