কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

বৈষম্য নয় মর্যাদা চাই, কালিগঞ্জে শিক্ষক সম্মেলনে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বৈষম্য নয় মর্যাদা চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে প্রধান বাধা বৈষম্য। সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রধান অন্তরায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে বি সিএস ক্যাডার রেখে শিক্ষকতা করতে যায় কারণ সেখানে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার আসনে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হলেও আমাদের দেশে কেন সম্ভব না? আমাদের দেশেন একজন শিক্ষক ভিক্ষুকের মতন ৩ হাজার টাকা বেতন পেয়ে জাতির কাছে এ লজ্জা জানাতে পারো না।

বিগত ১৬ বছর রাস্তায় এই শিক্ষকরা কাফনের কাপড় নিয়ে আন্দোলন করেও তৎকালীন ফ্যাসিবাদ সরকারের মন গলাতে পারেনি। অথচ এই শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। সমাজে শিক্ষকদের মতন অবহেলিত কোন জাতি নাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মর্যাদার জন্য আমাদের অধিকারের আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাবো। বিগত সরকারের শিক্ষানীতির কারণে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে তাই সংস্কার করে নতুন শিক্ষানীতি এবং শিক্ষকদের মর্যাদা আদায়ে সবাই ঐক্যবদ্ধ হতে হবে।

৫ আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে বৈষম্য দূর করে অধিকার আদায় করে দিয়েছে সেই সমস্ত বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ শাখার আয়োজনে বুধবার( ৯ অক্টোবর) বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলার সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কার্টুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড,মিজানুর রহমানের সভাপতিত্বে এবং আদর্শ শিক্ষক ফেডারেশন মাধ্যমিক স্কুল শাখার উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আব্দুল মোমেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, অধ্যক্ষ আবু রাসেল আশকারী, শেখ আফতাবুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা প্রমুখ।

সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *