তালাধর্মসাতক্ষীরা জেলা

তালায় বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

বিশেষ প্রতিনিধি, তালা: সারাদেশের ন্যায় তালায় বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে সাড়ম্বরে উৎসব শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তালা উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উৎযাপন পরিষদ।

এবার তালা উপজেলায় ১৮৪ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার জানান, চলতি বছর তালা উপজেলায় ১৮৪টি দুর্গামন্দিরে পূর্জা অনুষ্ঠিত হবে। তবে অতিবৃষ্টিপাতের কারণে উপজেলার খেশরা, তেঁতুলিয়া ও খলিষখালি ইউনিয়নের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১০ টি মন্দিরে পানি উঠেছে। দুটি মন্দিরে পারিবারিক সমস্যার কারনে পুজো হচ্ছে না।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় জানান, উপজেলার ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মত এবারও তালায় উৎসবের মধ্য দিয়ে দুর্গা পূজা আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা চাই অত্যন্ত সুন্দর,নিরাপদ ও শৃঙ্খলার মধ্য দিয়ে পূজা সম্পন্ন করতে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে নিরাপদে নির্বিঘ্নে আমরা পূজা করতে পারব।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম ও পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্য পুলিশ টহল কার্যক্রম চলমান আছে। পুলিশ প্রশাসন ও আনসার ভিডিপির সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম সর্বক্ষণ টহল দিয়ে সনাতন ধর্মবলম্বীদের নিদ্বিধায় পূজা উদযাপন করার তথ্য প্রচার করছেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, ‘এ বছর মন্ডপ গুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি মন্ডপে নারী-পুরুষ আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ মন্ডপে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া সেনাসদস্য, র‌্যাব, পুলিশ ভ্রাম্যমাণভাবে দায়িত্ব পালন করবে। থাকবে গোয়েন্দা নজরদারি। আশা করছি, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *