কলারোয়াখেলাধূলাসাতক্ষীরা জেলা

কলারোয়ায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৮ অক্টোবর) সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা উদ্বোধন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের পরিচালনায় খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আজম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, অফিস সহকারী আফজাল হোসেনসহ প্রতিষ্ঠানে প্রধানগণ, ক্রীড়া শিক্ষকবৃন্দ ও ক্ষুদে খেলোয়াড়বৃন্দ।

অনুষ্ঠিত খেলায় কাবাডি, দাবা ও সাতাঁর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে ৪ টি জোনের চ্যাম্পিয়ান স্কুল ও মাদ্রাসা দলের খেলোয়াড়রা অংশগ্রহন করে। কাবাডি খেলায় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউট চ্যাম্পিয়ান ও চন্দনপুর হাইস্কুল রানার আপ হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আঃ গফুর, আঃ মান্নান, শেখ সেলিম, মাহফুজা খানম, শফিকুল ইসলাম, তজিবুর রহমান, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম ও সিংগা হাইস্কুলে ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *