আশাশুনিতে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়
জিএম আল ফারুক, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ এঁর সাথে সরকারি কর্মকর্তা/কর্মচারী ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় এতিম ছেলেমেয়ে ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃ্ষ্ণা রায়।
উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন ইউএনও কৃষ্ণা রায়। এছাড়া সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, ওমর ছাকি ফেরদৌস পলাশ, উপজেলা বিএনপি আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান, নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, রাষ্ট্রের কাজ জনকল্যাণ, ধর্মের লক্ষ্য মানব কল্যাণ। আমরা শেষ নবীর উম্মত। উম্মতের সাথে ধর্মের সম্পর্ক অনুসরণ। ঘুষ খাওয়া, দুর্নীতি করা ধর্মের অনুসরণ বহির্ভুত কর্ম। আমরা ধর্মের অনুসরণ বর্জিত অমানুষ হতে চাইনা।
তিনি আরও বলেন, সরকারী কর্মচারীর দায়িত্ব হলো জনগণের সেবা করা। আজ থেকে যদি কোন সরকারি কর্মচারী ঘুষ চায় সরাসরি আমাকে জানাবেন, ম্যাসেজ দিবেন। সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবীকে ছাড় দেওয়া হবে না। আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে পালনেরর জন্য তিনি দিকনির্দেশনা মূলক উপদেশ এবং কার্যকর পদক্ষেপ গ্রহনের কথা ব্যক্ত করেন।