অনলাইনরাজনীতিশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সিটি কলেজে শহীদ আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে মৌন মিছিল ও স্বরণ সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যু বার্ষিকীতে মৌন মিছিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গন থেকে মৌন মিছিলটি শুরু হয় এবং কলেজ প্রদক্ষিন শেষে কলেজ সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে মৌন মিছিল ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান।

স্মরণ সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনের নাম। তারা নির্যাতন করে করে মেধাবী ছাত্রদের হত্যা করে। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের মত আর কোন মেধাবী ছাত্র যেন অকালে জীবন না হারায় সেজন্য ছাত্রলীগকে এদেশ থেকে নিষিদ্ধ করা সময়ে দাবী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজমাউল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *