সাতক্ষীরার প্রাইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ পরিবারের অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিস্থ ‘প্রাইড ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা মোঃ শফিকুজ্জামানের বড় কন্যা প্রাপ্তির জন্মদিন এবং পরিবারের অসুস্থ সদস্যদের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বাদ মাগরিব সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার হলরুমে এই দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইড ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহিম খলীল, নির্বাহী পরিচালক আব্দুর রহমান, রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার আমিনুল ইসলাম, হাফেজ মাছুম বিল্লাহ, আলমগীর হোসেনসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এতিমখানার ৪০ জন নিবাসী।
আয়োজকরা জানান, এই বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে প্রাইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শফিকুজ্জামানের বড় কন্যা প্রাপ্তি ও পরিবারের গুরুত্বর অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে এতিমখানার নিবাসীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।