অনলাইনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

শহীদ আবরার ফাহাদ’র মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পলিটেকনিকে মৌন মিছিল ও স্মরণ সভা

স্টাফ রিপোটার: সাতক্ষীরা পলিটেকনিকে ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে শহীদ আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানেরর সভাপতিত্বে প্রশাসনিক ভবন থেকে একটি মৌন মিছিলটি শুরু হয়ে যশোর- সাতক্ষীরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের হলরুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান।

স্মরণ সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এমন কোন কুকর্ম নেই যা ছাত্রলীগ করেনি।
তাদের নির্মম নির্যাতনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ শহীদ হয়। দেশের আর কোন ছাত্রের প্রাণ যাতে ঝরে না যায় সেজন্য ছাত্রলীগকে এদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহান, সাকিব, প্রান্তসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *