অনলাইনকলারোয়াসাতক্ষীরা জেলা

প্রজাতন্ত্রের কর্মচারীর মূল কাজ সততার সাথে জনগণের সেবা নিশ্চিত করা- ডিসি মোস্তাক আহমেদ

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা হয় জনগণের অর্থে আর এই জনগণের অর্থে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন নির্ধারিত হয়, রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয় এজন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল কাজ সততার সাথে জনগণের সেবা নিশ্চিত করা। রাষ্ট্রের রীতি নির্ধারক ও জনগণকে সুন্দর দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম বজায় রেখে জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাহলে আগামী প্রজন্ম আরো সুন্দর হবে। সাংবাদিক, সুধী সমাজ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এমন কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক।

সোমবার (৭ই অক্টোবর) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং উন্মুক্ত মঞ্চে সকলের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত পরামর্শ গ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসক আরো বলেন, আমরা সকলেই মানুষ আর এই মানুষই জনগণ আর জনগণই রাষ্ট্রের মূল সম্পদ, জনগণের অর্থে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন নির্ধারণ হয়। প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল কাজ সততার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করা। আর আমাদের সকল মানুষের মূল কাজ সুন্দর দৃষ্টিভঙ্গির মাধ্যমে সততা নৈতিকতা ও সুন্দর দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশ প্রেম বজায় রাখা। সকলের মধ্যে যদি জবাবদিহিতা , দেশপ্রেম, সততা ও নৈতিকতা থাকে তাহলে অবশ্যই আগামীর ভবিষ্যৎ হবে সুন্দর।

এ সময় আরো বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন, খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর আমির ইউনুস আলী বাবু, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, শেখ আমানউল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিএনপি নেতা রেজাউল ইসলামসহ এ মতবিনিময় সভায় কলারোয়া উপজেলার কর্মরত দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও শিক্ষকবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

বক্তারা কলারোয়া বেত্রাবতী নদীতে পাকা ব্রিজ ও বেইলি ব্রিজ এবং উপজেলার বিভিন্ন সড়ক অবিলম্বে পাকা করণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *