পাইকগাছা

পাইকগাছায় চলাচলের পথে’র বিরোধে প্রতিপক্ষের মারপিটে নুরুল-মুক্তা দম্পতি আহত

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রতিপক্ষ ভাই-ভাইপোদের মারপিটে নূরুল-মুক্তা দম্পতি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাড়ুলী’র এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত দম্পত্তির অভিযোগ, যাতায়াত পথ ও গাছকাটা নিয়ে বিরোধের জেরে এ মারপিটের ঘটনা ঘটে।

জানা গেছে, রাড়ুলীতে পারিবারিক যাতায়াত নিয়ে মৃতঃ অছের আলী গাজীর ছেলে নূরুল ইসলাম ও মতিয়ার রহমান গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে এ নিয়ে নূরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ ভাই-ভাইপোসহ অনেকের বিরুদ্ধে মারধর,ভাংচুর ও ক্ষয়- ক্ষতির আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২-৯-২৪ তারিখে থানায় জিডি করেন,যার নং-৫৯০।

নুরুল ইসলাম ও মুক্তা খাতুন দম্পতির অভিযোগ জিডির প্রেক্ষিতে থানায় বসাবসির পর প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে হুমকি অব্যাহত রাখে।

সর্বশেষ রবিবার সকালে পথ নিয়ে তর্ক-বিতর্ক ও কয়েক রকমের মূল্যবান গাছ কথাটা বাঁধা দিলে ভাই মতিয়ার, আতিয়ার, নোনদ, গজালিয়ার আশরাফুল, বাতিখালীর শাহিন লাঠিসোঁটা নিয়ে মারপিট করে জখম করে।

অসহায় পরিবারটি সুবিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *