কালিগঞ্জে জাতীয় নিবন্ধন দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ: ‘জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভরপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও অফিস সহকারী মাসুম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান ও আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ধলবাড়িয়া ইউপির সচিবসহ বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা, সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি বাহির হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।