অনলাইনকলারোয়ারাজনীতিসাতক্ষীরা জেলা

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর চাচা শেখ আব্দুর রশিদ আর নেই! দাফন সম্পন্ন

এস এম ফারুক হোসেন , কলারোয়া: কলারোয়ায় অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ(৬৭) আর নেই। মরহুমের ভাতিজা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌর সভার পার্শ্ববর্তী তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে আব্দুর রশিদ অসুস্থতাবোধ করলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন ( ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

রবিবার যোহর নামাজের পর উপজেলা পরিষদ চত্বরে অসংখ্য মুসুল্লীদের উপস্থিতিতে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনায় ভার্চুয়ালী ঢাকা থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

অন্যান্যদের মধ্যে আলোচন অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্ল্যাহ, জেলা জামায়াতের নেতা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ মাওলানা মুহা. আইয়ুব আলী, প্রফেসর ডাক্তার জাফর উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুমের ভাতিজা শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, মরহুমের একমাত্র পুত্র শেখ তৌফিক হাসান বাবুসহ অসংখ্য মুসুল্লীগণ।

জানাযা নামাজ পূর্বক আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ তামিম আজাদ মেরিন। জানাযা নামাজে ইমামতি করেন খতিব মাওলানা আব্দুল বারী।

জানাযা নামজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *