সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তর কর্তৃক কলারোয়ার দমদম ও সোনাবাড়িয়া বাজার মনিটরিং
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তর কর্তৃক কলারোয়ার দমদম ও সোনাবাড়িয়া বাজার মনিটরিং করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) জেলা পুলিশ ফোর্স ও ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা’র সহায়তায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
বাজার তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় দমদম বাজারে ৩ টি ও সোনাবাড়িয়া বাজারে ১টি প্রতিষ্ঠানে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এই ৪টি ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৪২, ৫১ ধারা লংঘন করেছে।
উভয় বাজারে জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়েছে।
জনস্বার্থে এই তদারকি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।