অপরাধআইন আদালতকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া মাদককারবারীর নাম মোঃ আবু বক্কর সিদ্দিক শুভ(২৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা (মিলগেট) এলাকার বাসিন্দা আফসার সরদারের ছেলে।

শনিবার (০৫অক্টোবর) বিকাল ৫ টার দিকে এসআই মোঃ মোস্তাক আহামেদ, এএসআই আবু সুফিয়ান, এএসআই শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কলারোয়া থানার মুরারিকাটি মোড়স্থ জনৈক মিনারুলের চায়ের দোকানের সামনে থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে জেলার কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ১০০ পিচ ইয়াবাসহ মাদককারবারী মোঃ আবু বক্কর সিদ্দিক শুভ আটক হয়।

আরো জানা যায়, আসামী আবু বক্কর সিদ্দিক শুভর বিরুদ্ধে ১০০ (একশত) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ কলারোয়া থা্নায় একটি মামলা (নং-০৪, তারিখ- ০৫/১০/২০২৪) রুজু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *