কালিগঞ্জধর্ম

মহানবীকে কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে ওলামা মাশায়েখদের প্রস্তুতি সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে (রাঃ) নিয়ে ভারতে কটুক্তি করায় প্রতিবাদ জানাতে কালিগঞ্জ ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা ওলামা মাশায়েক পরিষদের আয়োজনে গতকাল রবিবার (৬ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামিয়া ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব অজিউর রহমানের সভাপতিত্বে এবং মুফতি আতিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ওলামা মাশায়েখ বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আলমগীর হোসেন, উপজেলা খেলাফত আন্দোলনের নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ওয়িজুর রহমান, হাফেজ আমিনুর রহমান, মাওলানা আব্দুল মজিদ প্রমূখ।

উক্ত সভায় উপজেলার ১২টি ইউনিয়নের ওলামা মাশায়েক পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার অধ্যক্ষ ইমামরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ জানান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুর সালামের (রাঃ) নামে ভারতে কটুক্তি করার প্রতিবাদে সারা দেশের ন্যায় আগামী ১৫ অক্টোবর সকাল ১০ টায় উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *