অপরাধখুলনাপাইকগাছা

পাইকগাছার ফাইভস্টার ইটভাটা দখল চেষ্টার অভিযোগ

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা: পাইকগাছায় ইটভাটা দখলের আশঙ্কায় থানায় জিডির পর ফাইভস্টার ইটভাটাটি দখলের চেষ্টায় প্রতিপক্ষরা।

রবিবার সকালে দখল চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দু’পক্ষকে শান্তিপুর্ন অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। ভাটা মালিক মুজিবর রহমান সরদার গংদের অভিযোগ সাবেক এনএসবি ভাটা মালিক একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী শাহিনুর রহমান ( মাষ্টার) এর নেতৃত্বে দখল চেষ্টা চালায় ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অন্যদিকে পুরাইকাটি গ্রামের সাত্তার সরদার-জামসেদ সরদার গংরা জানান, গ্রামের বহু মানুষ এনএসবি ভাটা মালিক শাহিনের কাছে বহু টাকা পাবে। সে কারনে তার পক্ষে এ ভাটাটি আমরা দাবি করছি।

জানাগেছে, গদাইপুরের পুরাইকাটিস্থ কপোতাক্ষ নদের তীরে কয়েক বছর ধরে এ্যাডঃ, মুজিবুর রহমান সরদার,মিরাজুল ইসলাম মিরাজ,হাবিবুর রহমান সানা, গোলাম মোস্তফা যৌথ ভাবে ফাইভস্টার বিব্রক্স নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছেন। এ ভাটাটি সাবেক মালিক শাহিনুর রহমান( এনএসবি বিব্রক্স ) নামে পরিচিত ছিল। এক সময় ঋন দেনায় জর্জরিত হয়ে শাহিন মাষ্টার মামলায় জড়িয়ে পড়ে এলাকা ছাড়া হন।

একাধিক বার ভাটাটি হাতবদল ঘটে। এক পর্যায়ে বায়নাপত্র সুত্রে আসাদুল সরদার,মোমিন,আফজালুর মুনছুর মোড়ল, রেবেকা বেগম দাবি করে। এর পর ডিডমুলে এ্যাডঃ মুজিবুর রহমান গংদের কয়েক বছর দখলে রয়েছেন। ইতোপুর্ব এ ভাটাটি নিয়ে একাধিক বার দখল-পাল্টা দখল চেষ্টা, মারপিট সহ মামলা হামলার ঘটনা ঘটেছে।

সর্বশেষ জবর দখল চেষ্টার আশঙ্কায় আসাদুল সরদার বাদী হয়ে প্রতিপক্ষ সাবেক মালিক শাহিনুর রহমান, জাফর শেখ, সাত্তার সরদার ও জামসেদ সরদার গংদের বিরুদ্ধে শনিবার থানায় জিডি করেন,যার নং- ২২২।

এ বিষয়ে ভাটা মালিক এ্যাডঃ মুজিবর রহমান ও মিরাজুল ইসলাম মিরাজ জানান,আমরা ডিড মুলে ন্যার্য্য হারির টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে ভাটা পরিচালনা করছি। এ মৌসুমে ভাটায় এখনো ১৬ লাখ ইট আছে।

কোন কিছু না জানিয়ে শাহিনুর রহমান, সাত্তার, জাফর শেখ জামসেদ সরদার গংদের নেতৃত্বে অবৈধ ভাবে ভাটা দখল চেষ্টা করে লোকজন জড়ো করে ত্রাস সৃষ্টি করেন।

এ অভিযোগ সম্বন্ধে সাত্তার সরদার, জামসেদ সরদার বলেন, গ্রামের বহু মানুষের ইট দেবার কথা বলে সাবেক ভাটা মালিক শাহিনুর রহমান কোটি টাকা নিযেও ইট দেয়নি। সে কারনে ভাটার দাবিদার আমরা। বসাবসি হলেও প্রমান দিব।

এদিকে সকালে খবর পেয়ে থানা পুলিশের এসআই সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দু’পক্ষকে শান্তিপুর্ন অবস্থানে থাকতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *