তালাধর্মলিডসাতক্ষীরা জেলা

তালার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান

স্টাফ রিপোর্টার: আসন্ন দূর্গোৎসব উপলক্ষে তালা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আমিনুর রহমান। শনিবার (০৫ অক্টোবর) সাতক্ষীরা জেলার তালা থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান এসব পূজা মন্দির পরিদর্শনকালে উপ‌স্থিত পূজা উদযাপন কমিটির বি‌ভিন্ন নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও তা‌দের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন।
এ সময় তাঁর সাথে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম, ইন্স‌পেক্টর(ক্রাইম) চৌধুরী রেজাউল ক‌রিমসহ থানার পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দূর্গাৎসবকে নির্বিগ্ন করতে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের দিক নির্দেশনায় পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নজরদারীর অংশ হিসেবে তিনি তালা থানার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *