অপরাধআইন আদালতকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের নলতায় গুলিবিদ্ধ বিকাশ ব্যবসায়ী, বিদেশি পিস্তল গুলিসহ আটক- ১

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কার্যক্রম শেষে রাতে বাড়ি ফেরার পথে ডাকাত, ছিনতাইকারীর কবলে পড়লে বিকাশ ব্যবসায়ী শাহ আলমের দৃঢ় সাহসিকতায় জাপটে ধরে ডাক চিৎকারে জনতার হাতে গণধোলাইয়ে আটককৃত ১ ডাকাতকে ১ টি বিদেশি পিস্তল ২ রাউন্ড তাজা গুলি এবং ১ রাউন্ড গুলির খোসা সহ যৌথ বাহিনীর নিকট সোপার্দ করেছে স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটেছে শনিবার( ৫ অক্টোবর) রাত পৌনে ১২ টার সময় কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের সীমান্তবর্তী মাটি কুমড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলামের বাড়ির নিকটে। ওই সময় গুলিবিদ্ধ রক্তাক্ত জখম অবস্থায় ফ্লেক্সি লোড বিকাশ ব্যবসায়ী দেবহাটা থানার মাটি কুমড়া গ্রামের নজির আলীর পুত্র শাহ আলমকে (৩৬) এবং একই গ্রামের আব্দুল বারীর পুত্র ওয়াহিদুল ইসলামকে (২৬) প্রথমে নলতা ডাইবেটিকস হাসপাতাল পরে ওই রাতে সেখান থেকে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমানের নিকট থেকে খবর পেয়ে কালিগঞ্জে অবস্থিত যৌথ বাহিনীর আর্মি ক্যাম্পের সদস্যরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহত অবস্থায় উপজেলা পাইকাড়া গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে একাধিক মামলার আসামি ডাকাত রবিউল ইসলাম ওরফে হৃদয়কে (২৫) ১টি বিদেশি পিস্তল ২ রাউন্ড তাজা গুলি ১ রাউন্ড গুলির খোসা সহ থানায় নিয়ে এসে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পুলিশ পাহারায় ভর্তি করে।

কালিগঞ্জ থানার উপ পরিদর্শক তাপস কুমার ঘোষাল বাদী হয়ে আটককৃত ডাকাত রবিউল ইসলাম ওরফে হৃদয় সহ ৩ জন সহ অজ্ঞাত ২/৩ জনের নামে ১টি অস্ত্র মামলা দায়ের করেছে। অপরদিকে বিকাশ ব্যবসায়ী শাহ আলমের স্ত্রী মাহমুদা খাতুন বাদী হয়ে ৩ জন সহ অজ্ঞাত ২/৩জনকে আসামি করে পৃথক আরো একটি মামলা দায়ের করেছে। ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী শাহ আলম, অহিদুল ইসলাম গ্রামবাসী রফিকুল ইসলাম সহ থানা সূত্রে জানা যায় দেবহাটা থানার নোয়াপাড়া ইউনিয়নের কালিগঞ্জ সীমান্ত সংলগ্ন মাটিকুমড়া গ্রামের শাহ আলম এবং অহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে নলতা কালীবাড়ি বাজারে বিকাশ এজেন্ট এবং ফ্লাক্সিলোডের ব্যবসা করে আসছে প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার সময় রাত পৌনে ১১ তার দিকে মাটিকুমড়া গ্রামে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ির সন্নিকটে বাঁশ বাগানের নিকট পৌঁছালে পূর্বে থেকে ওত পেতে থাকা ডাকাত দলের সদস্য দু,জনকে গতিরোধ করে পিটিয়ে পিস্তল ধরে কাছে রক্ষিত লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় অহিদুলের সঙ্গে ২ ডাকাতের সংঘর্ষে জড়িয়ে পড়লে অপর ডাকাত রবিউল ইসলাম ওরফে হৃদয় শাহ আলমের নিকট থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য মারপিট শুরু করে। ওই সময় শাহ আলম সাহসিকতার সঙ্গে চিৎকার দিয়ে ডাকাত হৃদয় কে জাপটে ধরে মাটিতে পড়ে যায়। ওই সময় ডাকাত হৃদয় তার কাছে থাকা পিস্তল দিয়ে ১ রাউন্ড গুলি করলে আহত অবস্থায় তার ডাক চিৎকারে পাশের রফিকুল ইসলাম তার স্ত্রীসহ আশেপাশের লোকজন এসে ডাকাত হৃদয়কে অস্ত্রসহ আটক করে গণধোলাই দিলেও অপর ২ ডাকাত সদস্য দৌড়ে পালিয়ে যায়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে জানালে তিনি যৌথ বাহিনীর ক্যাম্প এবং থানাকে জানিয়ে ঘটনাস্থলে এসে ডাকাত হৃদয় কে যৌথ বাহিনী পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃত ডাকাত রবিউল ইসলাম ওরফে হৃদয়কে গতকাল জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *