সাবেক সংসদ হাবিবসহ কারামুক্ত নেতৃবৃন্দ কর্তৃক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টারঃ বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হয়রানি মূলক মিথ্যা মামলায় ৭০ বছর কারাদণ্ড থেকে সদ্য জামিনে কারামুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি-সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ কারামুক্ত নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১২ টায় সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে কারাবরণকারী ৪৬ বিএনপি নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব এড রুহুল কবির আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচি হাবিবুন নবী খান সোহেল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য ডাঃ শহিদুল আলম, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
সাতক্ষীরার থেকে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’সাবেক সাধাঃ সম্পাদক ও যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপির নেতা মৃণাল কান্তি রায়,অধ্যাপক মোশাররফ হোসেন,সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আইনুল ইসলাম নান্টা, ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কারাবরণকারী নেতা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাধাঃ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, সদস্য সচিব তৌফিকুর রহমান সঞ্জু সহ নেতৃবৃন্দ।
সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে এবং দেশের আইন-শৃঙ্খলা সব কিছু মেনে চলতে শপথ করান।