পাটকেলঘাটা

পাটকেলঘাটার কৈখালী গ্রামের শতাধিক পরিবার একমাস যাবৎ পানিবন্দি

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়ন কৈখালী গ্রামে অতি বৃষ্টিপাতের কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে ।

সরেজমিনে শনিবার (৫অক্টোবর) সকালে এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি বাড়িতে হাটু সমান পানি। গরু ছাগল গুলো ঘরের বারান্দায় রেখেছে। কৃষক গরুর বিচালী কাধে নিয়ে যাচ্ছে । প্রায় এক মাস এই সব পরিবার পানি বন্দি থাকলেও দেখার কেউ নেই।

অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। দেখা দিয়েছে গো খাদ্যের অভাব। মিলছে না সরকারি অনুদান ।

শিক্ষক দুলাল মন্ডল জানান, ভাই আমরা দীর্ঘ ১ মাস যাবত পানিবন্দি হয়ে আছি। কিন্তু কেউ দেখলো না। আমার এই পাড়ার প্রায় শতাধিক পরিবার তাদের বাড়িতে হাটু পানি । এই পানি পাড়ি দিয়ে একাধিক বার যাতায়াত করতে হচ্ছে। এই পানি বিষাক্ত হয়ে যাওয়ায় হাতে পায়ে চুলকানি হচ্ছে। তাছাড়া বিভিন্ন রোগ দেখা দিয়েছে ।

দলুয়া বাজারের ডিপো মালিক বিশ্বনাথ মন্ডল জানান আমাদের উঠানে দীর্ঘ মাস পানি জমে আছে। পানি নিষ্কাশনের কোন পদক্ষেপ গ্রহন করতে দেখা যাচ্ছে না। এ ভাবে আর কত দিন চলবে ।

তিনি আক্ষেপ করে বলেন, কোন নেতারা আমাদের দিকে ফিরে তাকাইনি। এ ভাবে আর কতদিন পানিবন্দি অবস্থায় থাকতে হবে আল্লাহ জানেন। তিনি সাংবাদিককে বলেন আপনারা একটু লেখেন এলাকার জন্য দেখেন কিছু করতে পারেন কিনা।

শুধু কৈখালী নয় পাশ্ববর্তী পারকৈখালী ধুকুড়িয়া টিকারামপুর সুক্তিযা দলুয়া গাছা বাগডাঙ্গা গোপালডাঙ্গা সহ প্রত্যন্ত অঞ্চল পানিতে তলিয়ে গেছে। এছাড়া এলাকার মৎস্য ঘেরগুলো ভেসে গেছে। এ সব এলাকা দীর্ঘ একমাস যাবত পানিবন্দি অবস্হায় রয়েছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্হা নেই ।

এ বাপারে দ্রুত ব্যবস্হা গ্রহনের জন্য
মাননীয় জেলা প্রশাসক মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছে এ সব সাধারন মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *